বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাদী আসছেন পডকাস্টের দ্বিতীয় সিজন নিয়ে  

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:৫০, ২৯ এপ্রিল ২০২৪

১১৩২

সাদী আসছেন পডকাস্টের দ্বিতীয় সিজন নিয়ে  

সাদী মোহাম্মদ শাহনেওয়াজ, ব্যান্ড ‘ওল্ড ঢাকা ডায়েরিজ’-এর ভোকাল ও দলপ্রধান। একই সঙ্গে সাংবাদিকতার সঙ্গেও জড়িত। গত বছর ১১ নভেম্বর নিজের নামে পডকাস্ট শো ‘আ পিক ইনসাইড উইথ সাদী’ নিয়ে হাজির হয়েছিলেন। যা বেশ জনপ্রিয়তা পায়।

প্রথম পর্বেই সাদীর অতিথি হয়েছিলেন এই সময়ের সংগীত সেনসেশন প্রীতম হাসান। দারাজের পৃষ্ঠপোষকতায় ও ডেইলি স্টারের সৌজন্যে শোটির প্রথম সিজনের শেষ পর্ব প্রচারিত হয়েছিল এ বছরের নারী দিবসে। শেষ পর্বটিতে সাদীর আতিথি ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

প্রথম সিজনের সফল আয়োজন শেষে এবার দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিয়েছেন সাদী। জানিয়েছেন, জুনেই হাজির হবেন পরের সিজন নিয়ে। সাদী বলেন, ‘প্রথম সিজনেই দর্শকের মন জয় করে শোটি।

তারই ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনের প্রায় সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছি। জুনেই প্রচারে আসবে। শোটির বিশেষত্ব হলো, এখানে তারকারা শুধু নিজেদের কাজ নিয়েই আলাপ করেন না। ব্যক্তিগত জীবন তো অবশ্যই, সমাজ ও রাষ্ট্র নিয়েও তাঁদের মতামত জানান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank